What
image
  • Afghani
  • American
  • Asian fusion
  • bakery
  • bar
  • Barbeque
  • Bengali
  • Beverage
  • Biryani
  • Breakfast
  • Brunch
  • Buffets
  • Burgers
  • cafe
  • Cakes & Bakery
  • Cantonese
  • chaap
  • Chicken
  • Chinese
  • Chotpoti & Fuchka
  • Curry
  • Dessert
  • Diners
  • European
  • Fast Food
  • Fish
  • food
  • French
  • grocery_or_supermarket
  • Halal Food
  • healthy
  • Ice Cream
  • indian
  • international
  • Italian
  • Japanese
  • Juice Corner
  • kabab
  • kacchi
  • Kebab
  • Korean
  • lodging
  • Meat
  • Mexican
  • Middle Eastern
  • Noodles
  • Pasta
  • Pizza
  • Restaurant
  • Rice Dishes
  • Sandwiches
  • Seafood
  • shawarma
  • Snacks and Foods
  • Soups
  • South East Asian
  • Spanish
  • Sri Lankan
  • Steakhouses
  • store
  • Street Side Food
  • Sushi
  • Thai
  • Turkish
  • Vegetarian
  • Western
  • Wraps
Where
image
image

Cafe Marinade is committed to you for hygienic and real taste.

5

রেডমি কে ৩০ থেকে কে ৩০ প্রো হয়।
আইফোন ১১ থেকে ১১ প্রো হয়।
সেই ভাবেই বাসাবোর Cafe Marinade বেইলি রোডে এসে হয়ে গেলো Marinade Pro Baily Road হয়ে গেলো।
বাসাবোর টা প্রায় ই ট্রাই করা হয়।এইবার ট্রাই করলাম বেইলির মেরিনেড।তাদের সব নতুন আইটেম গুলাই ট্রাই হলো।
♦♦রাইস বোলঃ১১০ টাকা
১১০ টাকা হিসেবে রাইস বোল অনেক বেশি ভালো ছিলো।ওয়েল কুকড ছিলো রাইস।সাথে যথেষ্ট পরিমাণে চিকেন ছিলো এবং রায়তা টাইপ ভেজিটেবল ছিলো।ভালোই লেগেছে এই আইটেম টা।
♦♦থাই স্যুপঃ ৭০ টাকা মিনি টা।
স্যুপ টা ঘন ছিলো ভালোই।চিকেন এবং চিংড়িও পাওয়া গেছে।স্বাদ ও ভালো।
♦♦স্মোকড চিজ স্যান্ডুইচঃ ১৩০ টাকা।
৪ পিস স্যান্ডুইচ ছিলো।ভিতরে চিকেন মিক্স ছিলো।আর চিজ।উপরে টমেটো সস।টেস্ট ভালোই লাগছে কজ ব্রেড গুলা অতিরিক্ত শক্ত ছিলো না।

Posted on , By Ahnaf Rahman Shaishob (মরীচিকা ) Group: Food Bloggers BD
4.5

Good quantity 👌
Amazing test👌
Test: 9/10

Posted on , By Raian Bari Group: FoodBank
3.5

রাইস বোল।
প্লেসঃ cafe marinade,basabo
প্রাইসঃ সহজে অর্ডার করসিলাম, অফারে ৬০ টাকা আসছিল।
স্বাদ ঠিকঠাক ছিল। রাইস এর পরিমান একটু কম ছিলো কিন্তু এটা খুব সম্ভবত অফারের কারনে এমন হইসে। চিকেন এর পরিমান ছিল ভাল। সবজিটা (আসলে কোলস্ল) বেশি ভাল লাগে নাই।
রেটিংঃ ৭/১০

Posted on , By MD Imran Uzzaman Group: Food Bloggers BD
5

পাস্তা সবসময় অসাধারণ লাগে, তা যেমন ই হোক! বাট বেস্ট হইলে আমি দুইবার খাওয়া ছাড়া পারি না! অইদিন যাচ্ছিলাম বাসাবোর এদিকে! গেলাম Cafe Marinade! ♥
প্লেসটাও ছিল দেখার মত। দেখলাম, মেনুতে আমার ফেভারিট খাবার নাগা পাস্তা!♥ সো, দিয়ে দিলাম অর্ডার! খুব অল্প সময়ে অনেক পারিমার্জিতভাবে সার্ভ করা হল! বিশ্বাস করেন, আমার লাইফে খাওয়া একটা বেস্ট পাস্তা ছিল এটা! আসলেই কোন কিছুর অভাব ছিলনা! মাংস, ক্যাপ্সিকাম, মাশরুম সব যথেষ্ট ভালো মাত্রায় ছিল! টেস্ট আসলেই ছিল বেস্ট, তাই স্বভাবতই, দুইবার পেট পুরে খেলাম! গেলারিতে পিক্টা দেখলে আসলেই বারবার খেতে মন চায়!
অবশ্যই ট্রাই করবেন! 💘
Taste: 10/10 (নির্দীধায়)
Price: 250(no vat).
Place: Cafe Merinade. 💘
পাস্তাটা খেয়ে মনে হলো এটা আসলেই রিভিউ দেয়ার যোগ্য! Must try!♥

Posted on , By Ahsan Sheikh Group: FoodBank
4

ক্যাফে মেরিনেডের পাস্তা
লোকেশন : উত্তর বাসাবো বউ বাজার
সারাদিনের ব্যস্ততার পর আজ গিয়েছিলাম তাদের পাস্তা ট্রাই করতে। পাস্তা দেখেই প্রায় সব ক্লান্তি দূর হয়ে যায়! চিজে ভরপুর পাস্তা থেকে ধোয়া উঠার মনোরম দৃশ্য দেখে আমার তা চেখে দেখার জন্য তর সইছিলো না 😭 । অর্ডার দেয়ার ১৫ মিনিট পর পাস্তা হাজির সামনে। টেস্ট ভালই ছিল । মাংস আর চিজ এর কোয়ান্টিটি আর কম্বিনেশন দারুণ ছিল! সাথে ক্যাপ্সিকাম আর মাশরুম এর উপস্থিতি কামড়ে কামড়ে টের পাচ্ছিলাম ❤️ আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট পাস্তা,পাস্তা লাভার দের জন্য মাস্ট ট্রাই আইটেম!
কিন্তু নাগা হিসেবে যেমন ঝাল হওয়ার কথা তেমন ঝাল না! অনেক কম ঝাল 😤😧! এটা হতাশাজনক 💔
নাম - নাগা পাস্তা
প্রাইস - ২৫০ টাকা
স্বাদ - ৮/১০
ঝাল - ৬/১০ (অনেক কম ঝাল)
প্লেস - Cafe Marinade

Posted on , By Shoeb Adnan Group: FoodBank
4.75

আজকের ওয়েদার টা সম্পূর্ণভাবেই কাপলদের জন্য,তাই সকাল থেকেই মনটা খারাপ😓বিকালে বসে ছিলাম হঠাৎ আমার বন্ধু আরিফ ফোন দিয়ে বললো বন্ধু আয় সন্ধ্যার পর কোথাও খাইতে যাই,তখন আমি উপলব্ধি করলাম আমাদের জন্য কিছু থাকুক আর না থাকুক রেস্টুরেন্টের খাবার তো আছে🙂আমার বাসা মুগদা হওয়ায় চলে গেলাম বাসবোর সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট #Cafe #Marinade এ😍।আমার পাস্তা বরাবরই পছন্দের আবার যদি হয় মেরিনেডের পাস্তা তাহলে তো কথাই নেই🔥 আমার বন্ধু অবশ্য স্কুল রাইস নেয়😏যাই হোক এখানকার মিনি পাস্তা টা টাওন এর বেস্ট মিনি, পাস্তা👌বিশ্বাস না হলে নিজে এসে খেয়ে দেখবেন😇
প্রাইসঃ মিনি পাস্তা ১৯০টাকা
স্কুল রাইস ১১০ টাকা
রেটিংঃ পাস্তা ৯.৫/১০
রাইস ৮/১০(বন্ধুর টেস্টে যদিও😶)

Posted on , By Hasan Oajed Group: FoodBank
5

One of the best deep dish pizza in town u could have.
১০ ইঞ্চি কিন্তু ৬ জন খেয়ে শেষ করতে কষ্ট হইসে।
Place - Cafe marinade, Bashabo, Khilgao
Price - 800tk
Taste - 10/10

Posted on , By Ahad Sizan Group: FoodBank
4.5

Place: Cafe Marinade
It's been always my favourite place for burger and coffee...
Recently they have added a new item 'rice bowl'... so they offered us to try it. And it came out so tasty!
Chicken curry was a perfect combination of spices and sweetness...and cloeslaw was good as well!
Ricebowl price- 110/-
Rating - 9/10
Burger- 40/-
Coffee- 50/-
Soup- 80/-
Their behavior is too good. 😊 I somehow spilled out my coffee on my table..they then immediately cleaned up my table and gave me a new one. ☺

Posted on , By Zannat Khondaker Group: Food Bloggers BD
4.5

কিছুদিন আগে FoodBank-কে একটা review দিসিলাম সবাই বেশ ভালো ভাবে accept করেছে কিন্তু একদিন পরে দেখি আমার review টিও নেই + আমাকে ban করে দিসে FoodBank থেকে..😠😠😠 তার ২ দিন পরে আবার যখন গেসিলাম cafe marinade তখন জানতে পারলাম FoodBank থেকে ওদেরকে ফোন দিয়ে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে চাইসিলো কিন্তু ওরা রাজি হয়নি দেখে foodBank থেকে ওদের সব পোস্ট ডিলিট করে দিসে এবং বলসে future কোনো পোস্ট accept করা হবেনা... what a harassing business!!! 😡😡😡

Posted on , By Kamrul Hossain Himel Group: Food Bloggers BD
4.75

Cafe Marinade
All Food Taste- 9 But Sub r ta soup ta 10
Now Prices
#franch_fry-50 tk (Saty r SOS ta xoos )
#Milk_Shake- 70 tk (boro ek glass)
#Thai_Soup-80 tk ( onk chicken r mushroom thaky)
#Sub-90tk (chicken onk ) 1jon er
jonno besi )
#Scl_Burger-40 tk VaLo ee
Sob Gula khrabar er damm khub e kom 😃😃
Student der jonno khub e valo 😃😃

Posted on , By Sabrina Mim Group: Food Bloggers BD
4.25

Offer is going on at cafe marinade.(basabo)
thai soup+mini burger=100/-
Burger was as usual the best one.
surprisingly the soup was better as well!
found 4-5 pieces of chicken and mushroom. and the thickness and taste of the soup was perfect according to the price.
behaviour and place was humble and good.
overall rating_ 8.5/10

Posted on , By Zannat Khondaker Group: FoodBank
3.75

Food Item : School Burger
Taste: 6.9/10 ( সসের আর মায়োর ব্যবহারটি ভালো করা উচিত ছিলো স্বাদ আহমরী লাগে নি তেমন সসটার ব্যবহার কিন্তু চিকেন পার্ট ছ আর বন মূল্য হিসেবে ঠিক ছিলো । )
Environment:6/10 অনেক ছোট জায়গা আশা করি বড় করবে শীঘ্রই 🙁
Price : 40 Taka
Place Cafe Marinade,Basabo,Dhaka
বি:দ্র: কেউ বলবেন না ৪০ টাকার বার্গার খেতে এসে চাহিদার শেষ নেই। 🙂 ফুড কে ফুড হিসেবে দেখুন।

Posted on , By Md Rokon Uddin Ador Group: FoodBank
1

Cafe Marinade এ স্বাদ, ও সাধ্য মধ্য।এত দিন বার্গার খেয়ে আসছি। আজকে নতুন কিছু খেলাম।
Item: Fride Rice Meal!!!!
Taste: 9.5/10
Price: 160tk
Item:pizza ( BBQ flavour) 6inch
Taste:8/10
Price 260tk
Service: 10/10
Place: Cafe Marinade
পেইড রিভিউ না।

Posted on , By Selvia Zaman Group: FoodBank
4.75

One of the best burger i have ever eaten.with reasonable price 😎..it's delicious and so yummy !!so juicy nd crispy...just wow!u should taste it once..price is also reasonable 😋
Place-Cafe marinade ,North bashabo
Price -40 tk (school burger)
Taste- 10/10
cold coffee- 40 tk
taste - 8/10
french fries- 40tk
taste - 9/10 😊

Posted on , By Shadman Khalid Udoy Group: FoodBank
image