রাজশাহীর আমেজ ঢাকাতে নিয়ে এসেছে Kalai Rutir Adda
Kalai Rutir তৈরির সূচনাচাঁপাইনবাবগঞ্জ হতেই। সেই অঞ্চলে মাষকলাই ডাল এর সহজলভ্যতা আর শ্রমজীবী মানুষের নিত্যদিনের খাবার হিসেবেই কালাই রুটির ব্যাপক প্রচলন ঘটে। সাধারণ রুটি থেকে স্বাদে বেশ ভিন্ন কালাই রুটির পুরুত্ব ও আকারও প্রায় দ্বিগুণ। তাই আমরা ও সেটা মাথায় রেখে বিভিন্ন মুখরোচোক ভর্তার সাথে পরিবেশন করছি। ভর্তা ছাড়াও সাথে আরও থাকছে বিভিন্ন রকমের মাংসের কারী, ডেজার্ট এবং বিভিন্ন রকমের ড্রিংকস ও জুসের আইটেম।