নবাবী আমলের জৌলুস, নবাবী মেজাজ আর সেই নবাবী চাকচিক্য বলে কথা; রাজা-বাদশা-নবাবরা আজ নেই , কিন্তু তারা রেখে গেছেন তাদের ঐতিহ্যবাহী সব নবাবী খাবার ও খাবারের স্বাদ। “নবাবী ভোজ”—সেই সব খাবার গুলোকেই বক্ষে ধারণ করে নতুন আঙ্গিককে আরও আকর্ষণীয় স্বাদে আপনাদের মাঝে উপস্থাপনের কাজে অঙ্গীকারবদ্ধ। তাইতো, “নবাবী ভোজ” তার প্রতিটি শাখার রন্ধনশালায় নবাবী ভাবের প্রয়োগে—প্রস্তুত করছে হরেক রকমের বাহারী সব খাবার, যার প্রতিটিই আজ ঐতিহ্যবাহী নবাবী স্বাদে ভরপুর, আরও আকর্ষণীয় ও লোভনীয়। আর পরিবেশনায় তো রয়েছেই, সেই ই- নবাবী ঢং। Nawabi Voj আজ রাজধানী ঢাকার বুক জুড়ে (বেইলী রোড, মোহাম্মদপুর ও লালবাগ) অবস্থান করছে। । বর্তমান ভোজন রসিকদের জন্য পুরোনো দিনের, বিলুপ্ত প্রায় ও ঐতিহ্যবাহী বেশ কিছু খাবারের স্বাদে “নবাবী ভোজ” যোগ করেছে এক অনন্য মাত্রা।
## দুর্দান্ত গ্রাহক পরিসেবার মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা ।
## ১০০% খাটি ও BSTI অনুমোদিত উপাদান দিয়ে যাবতীয় খাবার প্রস্তুত করা।
## খাবার গুলো প্রস্তুতের সময় যে কোনো ধরনের কেমিক্যাল বা রং ব্যবহার না করা।
## হরেক রকমের বিরিয়ানি ও নবাবী স্বাদের বাহারী সব খাবার প্রস্তুতে অরিজিনাল “জাফরান” ব্যবহার করা।
এ-ই ধরনের বিশেষ কিছু বৈশিষ্ট্য এ-র জন্যই ভোজন রসিকদের কাছে “নবাবী ভোজ” আজ একটি আস্থার নাম।