Roadside Kitchen is here To make your break during a road trip more enchanting, we serve steak, burgers, rice bowls, fresh drinks, and unique platters under the tagline “Stop, Eat, Chill and Repeat” to see the smiling faces of our customers.
৩০০ টাকায় এত্তকিছু‼️‼️ তখন কি আর কিছু বিশ্বাস হয়⁉️⁉️⁉️⁉️
কিন্তু এমন সব প্রাইজিং নিয়েই আগমন RoadSide Kitchen এর ❤️
📣 জনপ্রতি ৩০০ টাকায় মিলবে ৩ টি মুরগী আর ৬ জনের সমপরিমাণ রাইস সাথে ভেজিটেবল 🤯
📍 লোকেশনঃ মিরপুর ১, চিড়িয়াখানা রোড।
‼️‼️‼️ আর বাকি মাত্র ২ দিন ‼️‼️‼️
১৫০ টাকায় আবারও খেয়ে আসলাম বালতি প্লেটার RoadSide Kitchen এ।
বন্ধুর জন্মদিন ছিল তাই কিছু বন্ধুরা মিলে সেখানে গিয়ে গেলাম, এত কম দামের অফার আর দেয় কে⁉️⁉️⁉️⁉️
এই প্লেটোর গুলোর বাইরে আরও প্লেটার নিয়েছিলাম,,
তাদের একটা অফার চলছে সেই জন্যই মূলত ইফতারের পরে আমাদের যাওয়া,,
✅ বালতি প্লেটটা রেগুলার প্রাইস ২০০ টাকা রাত ৮ঃ০০ থেকে ১১ঃ০০ এ গেলে পেয়ে যাবেন ১৫০ টাকায় নামকরা এই প্লেটার,,
বন্ধুরা সব পছন্দ করে আমার খুব ভালো লাগে সেজন্য এখানে যাওয়া হয়ে থাকে,,
#Roadside_Kitchen_Mirpur এ এই অফারটা চলতেছে আশা করি সবার ভালো লাগবে.
📍 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
ইন্ডিয়ার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি এর সাথে অন্যতম একটা কম্বিনেশন হলো বীফ হায়দ্রাবাদী ।
RoadSide Kitchen এ পাওয়া যাচ্ছে এই ঐতিজ্যবাহী খাবার ❤️
খেয়েদেয়ে বুঝলাম দক্ষ হাতে, পারফেক্ট গরুর গোশত কে সুসিদ্ধ করে মশলার মিশ্রনে এই বীফ সহ কয়েক পদের ইন্গ্রিডিন্ড্স রান্না করা হয়।
আর এই খাবার খেয়ে তৃপ্তির সাথে আমাদের মত সবাই রোজা রেখে
📣 দাম: ১৫০ টাকা
এইটা শুধুমাত্র রাত ৮ টা থেকে আগ পর্যন্ত ১১টা পর্যন্ত চলবে
📍 লোকেশন: মিরপুর ১
FoodBank এ এটা আমার ১ম পোষ্ট । আমি কোনো ফুড ব্লগার না । কিন্তু আজকে বাধ্য হলাম রিভিউ দিতে । RoadSide Kitchen (Mirpur) এ গিয়েছিলাম ইফতার করতে । তাদের ইফতার প্লেটারের ২ নং প্লেটার টি নিয়েছিলাম ৩৫০ টাকা । আর Fresh Mango juice ৬০ টাকা ।দাম অনুযায়ী খাবারের কুয়ান্টিটি সেটা ভিডিও দেখেলই বুঝবেন।
আমি আসলে জানতাম না ভাই Frutika দিয়ে Fresh Mango Juice বানায়🙂ওয়েটার ভাই নিজেই বলল Frutika দিয়েছেন।তাকে জিঙ্গেস করলে সে বলে অর্ডার দেওয়ার আগে জেনে নেওয়ার উচিত ছিল 😂 কেন ভাই ? আমরা কিভাবে জানবো আপনারা বলবেন Mango juice আর সার্ভ করবেন Frutika! খাবারের টেস্ট এর কথা না ই বল্লাম ভাই 🙏
রোজার মাসে গজল শুনিয়ে ইফতার করাচ্ছেন মানুষকে । সেই ইফতারের সময়ে মানুষের অভিষাপ নিয়েন না । এটলিষ্ট রোজার মাসে হালাল ইনকাম করার চেষ্টা করেন। সবশেষে এটাই মনে হলো টাকাটা
আমি হারাম ব্যবসায় খরচ করলাম🙂
১৫০ টাকার তালা খুলা অফার
ইন্ডিয়ার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি এর সাথে অন্যতম একটা কম্বিনেশন হলো বীফ হায়দ্রাবাদী ।
RoadSide Kitchen এ পাওয়া যাচ্ছে এই ঐতিজ্যবাহী খাবার ❤️
খেয়েদেয়ে বুঝলাম দক্ষ হাতে, পারফেক্ট গরুর গোশত কে সুসিদ্ধ করে মশলার মিশ্রনে এই বীফ সহ কয়েক পদের ইন্গ্রিডিন্ড্স রান্না করা হয়।
আর এই খাবার খেয়ে তৃপ্তির সাথে আমাদের মত সবাই রোজা রেখে
📣 দাম: ১৫০ টাকা
এইটা শুধুমাত্র রাত ৮ টা থেকে আগ পর্যন্ত ১১টা পর্যন্ত চলবে
📍 লোকেশন: মিরপুর ১
RoadSide Kitchen এ চলবে ১৫০ টাকার বালতি উৎসব ‼️‼️‼️
রাতঃ ৮ঃ০০ - ১১ঃ০০
সেহরি কিংবা ইফতার
RoadSide Kitchen জমদার ‼️
জনপ্রতি ৩০০ টাকায় যখন এতকিছু তখন রোডসাইড ছাড়া অন্যকিছু ভাবা যায়⁉️
☑️ খান্দানী রোডসাইড is perfect meal for iftar & perfect deal for Sehri
- বাসমতী চালের ঘী রাইস * ২
- ডাল বাটার ফ্রাই * ২
- খাব্সা আস্ত চিকেন
- গ্রীণ সালাদ
- ডিম কুরমা * ২
- চাটনি
💰 প্রাইজঃ ৫৯৯/-
📍 লোকেশনঃ মিরপুর ১, চিড়িয়াখানা রোড
মিরপুর বাসিরা কোথায় !!
মিরপুরের রোডসাইডের নতুন চমক Rooftop। ফুলে মোড়ানো কন্টেইনার দিয়ে সজ্জিত ছিমছাম একটি রেস্টুরেন্ট ❤️
📍চিরিয়াখানা রোডের ঈদ গাহ মাঠের ঠিক
অপর সাইডে RoadSide Kitchen । ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অথবা পছন্দের মানুষকে নিয়ে চলে যেতে পারেন ❤️
RoadSide Kitchen মিরপুর এই আইটেমটা নিয়ে যতটা মুখরোচক করে বলা হয়েছে সব যায়গায় তা দেখে গিয়েছিলাম।
হাইদ্রাবাদি আমার বেশ ভালোই লেগেছে আর বিফ আচারি সোফ্ট এবং অনেক জুসি ছিলো
পরিমাণ ছিলো বলার মতন, যেমন ফোটো তেমন রিয়ালিটি।
তবে তাদের খাবারের স্বাদ নিয়ে বেশি কিছু বলার নেই। বরাবরই সেরা রোডসাইড স্বাদের ব্যাপারে।
কালাভুনা আর একটু তেল কম হলে রেটিং ১০/৮ দেয়া যেতেই পারে।
লোকেশনঃ মিরপুর ১
মাতর ৫০ টাকায় ডেজার্ট ‼️
১৫০ টাকায় হাইদ্রাবাদি বিরিয়ানি ‼️
RoadSide Kitchen মিরপুরে চলছে আগুন ধরানো সব অফার। বীফ মারাইয়ানির রেগুলার প্রাইজ ৩৪৯৳। এই অফারটি এভ্যাইয়েল করতে সাথে নিতে হবে আরেকটি। দ্বিতীয়টির ূাম পরবে ১৫০। সেম গোজ ফর ডেজার্ট।
📣 টেস্টঃ ৯.৮৭/১০.০০
📌 🐸লোকেশনঃ মিরপুর ১, চিড়িয়াখানা রোড।
মাতর ৫০ টাকায় ডেজার্ট ‼️
১৫০ টাকায় হাইদ্রাবাদি বিরিয়ানি ‼️
RoadSide Kitchen মিরপুরে চলছে আগুন ধরানো সব অফার। বীফ মারাইয়ানির রেগুলার প্রাইজ ৩৪৯৳। এই অফারটি এভ্যাইয়েল করতে সাথে নিতে হবে আরেকটি। দ্বিতীয়টির ূাম পরবে ১৫০। সেম গোজ ফর ডেজার্ট।
📣 টেস্টঃ ৯.৮৭/১০.০০
📌 🐸লোকেশনঃ মিরপুর ১, চিড়িয়াখানা রোড।
১৫০টাকাতে স্টেক প্লেটার পেলাম RoadSide Kitchen এ
নতুন করে আবার তাদের এই অফারটা পেয়ে আমি মহা খুশি হয়ে গেলাম
হঠাৎ করে যাওয়ার পর এই অফারটা পেয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম
অফারটা পাওয়া যাবে রাত 11 টা পর্যন্ত
লোকেশন মিরপুর চিড়িয়াখানা রোড ঈদগা মাঠের পাশে
১৫০টাকায় পেয়ে গেলাম!!
RoadSide Kitchen এর নতুন সংযোজন, মারাইয়ানি। চিকেন মারাইয়ানি আর বিফ মারাইয়ানি। ৩৫০৳ ১ টা নেওয়ার পরে আর একটাতে ১৫০টাকা দিলেই পেয়ে যাবেন!
📣বীফ মরাইয়ানি
✅হাইদ্রাবাদি বাসমতী রাইস
✅৫ পিছ আচারি গরুর গোস্ত
✅ ঝালি কাবাব
✅ইন্ডিয়ান চাটনি
নতুন সব রকম ধামাকার ওস্তাদ aRoadSide Kitchen - Mohammadpur। এবারের রমজানের ইফতার হবে জমজমাট❤️
📌 Location: মিরপুর ১ এবং মোহাম্মদপুর
মাতর ৫০ টাকায় ডেজার্ট ‼️
১৫০ টাকায় হাইদ্রাবাদি বিরিয়ানি ‼️
RoadSide Kitchen মিরপুরে চলছে আগুন ধরানো সব অফার। বীফ মারাইয়ানির রেগুলার প্রাইজ ৩৪৯৳। এই অফারটি এভ্যাইয়েল করতে সাথে নিতে হবে আরেকটি। দ্বিতীয়টির ূাম পরবে ১৫০। সেম গোজ ফর ডেজার্ট।
📣 টেস্টঃ ৯.৮৭/১০.০০
📌 🐸লোকেশনঃ মিরপুর ১, চিড়িয়াখানা রোড।
মিরপুরের সেরা রুফটপ এর খাতায় কিন্তু এখন RoadSide Kitchen এর নাম রয়েছে। তাদের রুফটপ বড় না হলেও ইউনিক প্লেটার আর খাবার এর দিক থেকে তারাই সব থেকে এগিয়ে এখন।
প্রতি টা প্লেটার যেমন ইউনিক তেমনি তাদের ফুড এর স্বার ও ইউনিক।
নিশ্চিন্তে তাদের এই প্লেটার গুলো মিরপুরের বিখ্যাত।
আমি তাদের একটা কম্বো নেই, যেখানে ৩ টা বার্গার, মিটবক্স আর কোক ছিলো।
এটা ২ জন অনায়েসে খেতে পারে।সন্ধ্যার স্ন্যাএক্স ডেট এ পারফেক্ট।
Location ; Mirpur 1
জুসি স্টেক হয়তো একেই বলে আর জুসি স্টেকের সন্ধান RoadSide Kitchen এই পেলাম
স্টেক খেতে কষ্ট করে বনানী গুলশান যাওয়ার দিন শেষ তার মানে ভাড়া বেচে যাবে সাথে দাম দেখে আরো খুশি
৬৯৯টাকায় পেলাম T bone Steak
সাথে যেকোনো প্রিমিয়াম সাইডস ১০০টাকা
জুসি স্টেক খেতে হলে আমার রিকোমেন্ডেশন এখানেই থাকবে আর মিরপুর ব্রাঞ্চ ইদগাহ মাঠের পাশে মিরপুর ১
বাজেট ফ্রেন্ডলি বেস্ট খাবার খেতে চলে গেলাম মিরপুরের RoadSide Kitchen এ....
তাদের "#মিনি_মহাখাদক" নামক প্লেটার টা বেশ ভালো লাগায় নিয়ে নিলাম-আর যা যা ছিল
আস্ত গ্রীল্ড চিকেন
ফ্রাইড রাইস(দুইজনের সমপরিমাণ)
চিকেন ভেজিটেবল
ফ্রেঞ্চ ফ্রাইস
#প্রাইজ :৬৯৯/- টাকা
যদি দুইজন যেতে চান জনপ্রতি ৩৫০/- টাকা করে পরবে.. — at RoadSide Kitchen.
স্টেক যদি হয় জুসি আমরা সবাই খুশি ❤️❤️
মিরপুরে ধনী গরিব সবার জন্য স্টেক RoadSide Kitchen
বনানী গুলশানে না যেয়ে মিরপুর বসেই স্টেকে খাওয়া ভালো তাই আলহামদুলিল্লাহ মনের ইচ্ছা মত স্টেক খেলাম পানির দামেই
T-Bone Steak
- 200 gram
Price: 649৳
তবে পার প্রিমিয়াম সাইড প্রতি ১০০টাকা করে যোগ হবেই তবে সবকিছু মিলিয়ে এর থেকে কম দামে প্রিমিয়াম স্টেক খাওয়া আর পাওয়া যাবে না ❤️
মিরপুর ১ (ইদগাহ মাঠের পাশে)
পৃথিবীতে দু-ধরনের মানুষ আছে। এদের একদল বেঁচে থাকার জন্য খায়; আর একদল আছে যারা খাওয়ার জন্য বেঁচে থাকে। পৃথিবীর যা-কিছু মহৎ কাজ, তা প্রথম দলের লোকেরাই করে থাকে...😌
আর তাই এই ঈদে ভালো খাবার+বাজেটের কথা মাথায় রেখে যাওয়া হয়েছিল মিরপুরের RoadSide Kitchen এ....
নিয়েছিলাম তাদের "#মিনি_মহাখাদক" নামক প্লেটার টাহ। যা যা ছিল আরকিহ...
👉 আস্ত গ্রীল্ড চিকেন
👉 ফ্রাইড রাইস(দুইজনের সমপরিমাণ)
👉 চিকেন ভেজিটেবল
👉 ফ্রেঞ্চ ফ্রাইস
#প্রাইজ :৬৯৯/- টাকা
যদি দুইজন যেতে চান জনপ্রতি ৩৫০/- টাকা করে পরবে..
এছাড়াও তাদের সুন্দর রুফটপ ও রয়েছে। তাদের ইন্টেরিয়র ও যথেষ্ট সুন্দর। ফটোজেনিক মানুষদের খুবই পছন্দ হবে। আর ইচ্ছা করলে রুফটপে বসে খোলা আকাশের নিচেও বসেও ওয়েদার উপভোগ করতে তোহ পারবেনিই।
বিসমিল্লাহ বলে জবেহ দেওয়া টাটকা গরুর গোস্তকে ১৪ দিনের এ্যাজিং প্রসেসে তৈরী হয় RoadSide Kitchen এর স্টেক‼️
তাই তো স্টেক হয় টেন্ডার এ্যান্ড জুসি 🥩
ডাবল স্টেক প্ল্যাটারের শেষদিন আজই 💔 জনপ্রতি ৪৯৯৳ থাকবে নাহ ১লা জুন থেকে
⚙️ স্টেক তোলপাড়ঃ রিভাইস্ড
👉 রীব-আই স্টেক 🥩
👉 চিকেন স্টেক 🥩
👉 আচারী রাইস
👉 ফ্রাইড রাইস
👉 আর বেশ কিছু সাইড্স
🥩 রীব-আই স্টেক লাভারদের জন্য হাইলি রেকোমেন্ডেড
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
স্টেকের নামে কাঁচা গোস্ত দেখতে দেখতে বিরক্ত⁉️
আর নয় চিন্তা RoadSide Kitchen দিচ্ছে খুবই সস্তা দামে ওয়েল ডান স্টেক ❤️❤️❤️
আমি স্টেক সভ্য মানুষদের মতন ওয়েল ডান ভালোবাসি। আর এই ডাননেশের সম্পূর্ণ পরিপূর্ণতা দিতে একমাত্র রোডসাইডই সেরা।
🥩 T-Bone
⚖️ Weight: 200 gm
💸 Price: Only 749৳
🍽️ Complimentary Sides: Coleslaw & Steak Sauce
⚠️ Taste: একদম মায়ের হাতে রান্না করা স্টেকের মতন
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
RoadSide Kitchen রুফটপ এর খোলা আকাশের নীচে শয়তান ভাইয়াটির একবেলা ❤️
RoadSide Kitchen - Mohammadpur এর নিউলি লঞ্চড্ প্ল্যাটার 🥩 Steak তোলপাড় 🥩 খাওয়ার ইচ্ছেটি গত পরশু থেকেই করছিলো। তবে সময় আর ওয়েদার সব পারফেক্ট হওয়ায় গতকাল গেলাম। বরাবরের মতন রোডসাইডের এক্সপেরিয়েন্স ছিলো স্যাটিসফাইয়িং ❤️
⚙️ স্টেক তোলপাড়ঃ রিভাইস্ড
👉 রীব-আই স্টেক 🥩
👉 চিকেন স্টেক 🥩
👉 আচারী রাইস
👉 ফ্রাইড রাইস
👉 আর বেশ কিছু সাইড্স
💸 দু'দুটো স্টেকে সাজানো প্ল্যাটারটির প্রাইজ অফারে ছিলো ৪৯৯৳ জনপ্রতি
🥩 রীব-আই স্টেক লাভারদের জন্য হাইলি রেকোমেন্ডেড
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
পানি তোলা বালতিতে রাইস
আস্ত মুরগি দিয়ে তোরা খাইস
RoadSide Kitchen
বালতির রাজ্যে হারিয়ে যেতে চলে গেলাম সেখানে।
কম দামে বেশি খাবার খেতে হলেই যেতে হবে সেখানে
আমার কাছে রাইস আইটেমের জন্য পারফেক্ট প্লেস আর রুফটপ হওয়ায় বেশ ইনজয়েবল একটা টাইম স্পেন্ড করা যায়।
প্রাইস-
Big Bucket - package for 5 persons - 1099
✅ Fried Rice for 5 persons
✅ Smoky Whole Chicken
✅ Chicken Vegetables
✅ Coleslaw Salad
Beef Marayani - Single Platter - 349৳
✅ Hydrabadi Biriyani
✅ Beef Achari
✅ Jali Kebab
✅ Chatni
Tuntuni - Couple Platter - 499/-
✅ Smoky Half Chicken
✅ Achari Fried Rice
✅ Fried Rice
✅ Chicken Chilli Onion
✅ Chicken Masala
Rice খাদকঃ Alpha - 199/-
✅ Fried Rice
✅ Chicken steak
✅ Coleslaw Salad
দেখে অনেক কিছুই মনে হতে পারে কিন্তু স্টেকে বাটার মাখিয়ে খাওয়ার মজা আমি পেয়েছি RoadSide Kitchen এ
খোলা আকাশে বসে নিলীমা দেখেতে দেখেতে খেয়ে নিলাম মনের মতো স্টেক আর এমন প্লেটার পেলে এই বিকালগুলো সুন্দর হয়ে যাবেই তাই না?💕
🔴Steak তোলপাড়ঃ রিভাইস্ড‼️
👉Rib Eye স্টেক
👉 Chiken স্টেক
👉 আচারী রাইস
👉 ফ্রাইড রাইস
👉 আর বেশ কিছু সাইড্স আর সস
স্টেক লাভারসদের এক করতেই এমন এক প্লেটার করে দিয়েছে তারা কারন চিকেন আর বিফ দুই স্টেক পেলাম জনপ্রতি ৪৯৯টাকায় !! আচারী ফ্রাইড রাইসের ফ্লেভারের ফ্যান হতে বাধ্য হয়ে গেলাম আর কি তাই আমি অবশ্যই রিকোমেন্ড করে গেলাম !!
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
কম দামে ভালো খাবার কে না পেতে চায়?
আর কম দামে ভালো খাবার মানেই হচ্ছে মিরপুরের RoadSide Kitchen...
বলতে গেলে সেদিন তাদের ৩ টা আইটেম ট্রাই করা হয়েছিল আরকিহ। ৩ টা আইটেম ই ছিল একদমই বাজেটের অনুকূলে...
যা যা নিয়েছিলাম:
✅ বার্গার দি ছোট ভাই - ২৪৯৳
- চিকেন চীজ বার্গার
- চিকেন স্টেক
- ফ্রাইস
- কোলেস্লো
- হাঊজ স্পেশাল সস্
✅ মারজুক রাসেলঃ ব্যাচেলর পয়েন্ট - ৩৪৯৳
- ফ্রাইড রাইস
- কোর্টার স্মোকি চিকেন
- চিকেন মাসালা
- চিকেন চিলি ওনিয়ন
- হাঊজ স্পেশাল সস্
✅ রাইস খাদকঃ সিম্ফনি - ৩৪৯৳
- - ফ্রাইড রাইস
- কোর্টার স্মোকি চিকেন
- গারলিক মাশরুম
প্রত্যেকটা আইটেম দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও তেমনই ছিল। ট্রাই করতে পারেন!
রেটিং: ৮.৫/১০
জন প্রতি ৪৯৯টাকায় বিশাল বড় স্টেক প্ল্যাটার এখন মিরপরের RoadSide Kitchen এ
যা যা পেয়েছিলাম-
✅Rib eye steak 1pc
✅Chicken steak 1 pc
✅Fried rice
✅Sides
✅Achari rice
যাদের বাজেট কম তারা চাইলে চলে যেতে পারেন মিরপুর ১ roadside kitchen a
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
মাত্র ৭৪৯ টাকায় ভাবা যায়??
তাও আবার মিরপুরের মতন প্লেসে⁉️
RoadSide Kitchen
প্রিমিয়াম ফুড বাজেটের মধ্যে কনজিউম করার আস্থার প্লেসটির নামই RoadSide Kitchen Kitchen 💗
✅ বীফের প্রিমিয়াম কাট টি-বোউন স্টেকের প্রাইজিং এখানে শুরু ৭৪৯ টাকা থেকে 💸
✅ সাইড্স যোগ করতে পার সাইড্সে আপনাকে পে করতে হবে ৯৯ টাকা 💸
👉 এর থেকে ভালো ডিল কি আর হতে পারে ⁉️
📌 লোকেশনঃ মিরপুর ১, ঈদগাহ মাঠ
বিশ্বাস করেন রাসেল ভাই চিকেন স্টেক মাত্র ২৫০ টাকায়‼️
তাও আবার মিরপুরে 🤯🤯
ভাবা যাও এগ্লা⁉️ তাও যদি হয় RoadSide Kitchen এর মতন প্রিমিয়াম প্লেসে 😱😱😱 কামডা করলো কি হালায় ⁉️⁉️
⚙️ স্টেক তোলপাড়
🤙 ২০০-২৫০ গ্রামের চিকেন স্টেক
🤙 এ্যা গ্রেট এম্যাউন্ট অব মাসালা ঔয়েজেস
🤙 হানি মাস্টার্ড
🤙 গার্লিক মাশরুম
🤙 রোস্টেড লেমন
💸 প্রাইজঃ ২৫০৳
🔎 প্ল্যাটার নেমঃ স্টেক তোলপাড়
📌 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১।
অফার আছে আর ২ দিন‼️‼️‼️
৩১ তারিখের পর বেড়ে যাবে দাম 💔
তাই অতি ব্যস্ততা থাকা স্বত্বেও লুফে নিয়ে আসলাম RoadSide Kitchen এর জনপ্রতি ৪৯৯ টাকায় ডাবল স্টেকের অফার‼️‼️‼️
🥩 স্টেক তোলপাড় 🥩
🍽️ রীব আই স্টেক
🍽️ চিকেন স্টেক
🍽️ দুই পদের রাইস
🍽️ সাইড্স
💸 প্রাইজঃ ৯৯৯/-
🔎 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১ 📌
মিরপুরের RoadSide Kitchen এ পেলাম ভরপুর খাবারের আল্টিমেট সলিউশন!!
প্রথমে বলতে হবে তাদের ইন্টেরিয়র অনেক জোস। দোলনা থেকে শুরু করে বাইরের সাইট ভিও। খাবার খাবেন আর দোলনায় দুলবেন। আবার সাথে বাইরের সাইট। প্লেসটা সতিৎ অনেক ভালো লেগেছে।
আড্ডার সাথে কম্বো খাবারও পাবেন।তাদের ৬ জনের জন্য বেস্ট দুইটা কম্বো প্লেটার নিলাম।
➖➖➖➖➖➖
৩০০টাকায় জনপ্রতিতে পেলাম মিরপুরের সবচেয়ে বড় প্লেটার !!
RoadSide Kitchen মানেই তাক লাগানো কিছু আর তাই বলে সবচেয়ে বড় প্লেটারেই পেলাম একজনের জন্য অর্ধেক মুরগির হিসাব!
৬টা অর্ধমুরগী সাথে অনেক বেশি পরিমানে রাইস আর চিলি চিকেন থাকবে যা পার্ফেক্ট একটা ডিল মনে হলো আমার কাছে!!
আইটেম গুলোর মধ্যে সবথেকে ভালো লেগেছে ফ্রাইড রাইস এবং চিকেন তান্দুরি😋 সালাদটাও সেই লেগেছে। তান্দুরি চিকেন জোস। ভালো মতো মেরিনেট হয়েছে। রোল ক্রাঞ্চি ছিলো। চিকেন কারি আর ভেজিটেবল মোটামুটি লেগেছে।
সুন্দর ইন্টেরিয়র এর সাথে আড্ডা দিতে দিতে খেয়ে ফেল্লাম রোডসাইডের প্ল্যাটার 😁 চাইলে RoadSide Kitchen - Mohammadpur এও পাবেন
লোকেশন- মিরপুর ১ (ঈদগাহ মাঠের বিপরিত পাশে)
#মিরপুরের_গর্ব #মিরপুরের_অহংকার একমাত্র
‼️ RoadSide Kitchen ‼️
রেস্টুরেন্ট জগতে #Roadside_Kitchen একটাইবাকি গুলা #ড্রেনসাইড.. 😌
মিরপুরের নতুন চমক নিয়ে এল নতুন একটি Roof - Top রেস্টুরেন্ট,। রেস্টুরেন্ট এর নাম
‼️ #Roadside_Kitchen_Rooftop ‼️
চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠের পাশের বিল্ডিয়ের ৩ তলায়।সুন্দর লাগার ব্যাপার হচ্ছে এখানকার বেশির ভাগ ডেকোরেশন exotic ব্যাপার স্যাপার দিয়ে । ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অথবা পছন্দের মানুষকে নিয়ে চলে আসতে পারেন #Riadside_kitchen এ....❤️
999 টাকায় দুইটা স্টেক ভাবা যায়?
জনপ্রতি ৪৯৯ টাকায় স্টেক আবার সাথে তো সাইড ডিশ আছেই
RoadSide Kitchen
⚙️ Steak তোলপাড়ঃ Revised
👉 Rib-Eye 🥩
👉 Chicken Steak 🥩
👉 Fried Rice
👉 Achari Fried Rice
👉 Steak Sauce
👉 Coleslaw
👉 Green Salad
👉 Honey Mustard
⚠️ Offer price: 999
🔎 লোকেশনঃ চিড়িয়াখানা রোড, মিরপুর ১