What
image
  • Afghani
  • American
  • Asian fusion
  • bakery
  • bar
  • Barbeque
  • Bengali
  • Beverage
  • Biryani
  • Breakfast
  • Brunch
  • Buffets
  • Burgers
  • cafe
  • Cakes & Bakery
  • Cantonese
  • chaap
  • Chicken
  • Chinese
  • Chotpoti & Fuchka
  • Curry
  • Dessert
  • Diners
  • European
  • Fast Food
  • Fish
  • food
  • French
  • grocery_or_supermarket
  • Halal Food
  • healthy
  • Ice Cream
  • indian
  • international
  • Italian
  • Japanese
  • Juice Corner
  • kabab
  • kacchi
  • Kebab
  • Korean
  • lodging
  • Meat
  • Mexican
  • Middle Eastern
  • Noodles
  • Pasta
  • Pizza
  • Restaurant
  • Rice Dishes
  • Sandwiches
  • Seafood
  • shawarma
  • Snacks and Foods
  • Soups
  • South East Asian
  • Spanish
  • Sri Lankan
  • Steakhouses
  • store
  • Street Side Food
  • Sushi
  • Thai
  • Turkish
  • Vegetarian
  • Western
  • Wraps
Where
image
image

Sultan Food Land provides fresh, tasty and healthy food,

5

Highly recommend for beautiful natural view of rooftop, very taste food & reasonable price.

Posted on , By Md Kawsar Hossen
5

Great place, although it was crowded. Food is cheap and quite tasty.
· Cheap eats
· Scenic views
· Stylish interior

Posted on , By Sajid Shahnawaz
3.5

Cream of your vanilla cake was salty..thats why ,taste was weird+ under average.but looking was great.you should add more sweet in your cake.

Posted on , By সাঈদা অশ্রু
5

nicely behaved 🤗
Awesome environment 😌

Posted on , By Sanjida Subrin Raiya (Sanju)
2.5

3rd class behavior,,, interior design valo but food quality valo na.

Posted on , By Safayat Rabbi (Safayat Rabbi)
5

Overall it is one of the best restaurants in demra area.
· Child-friendly
· Fast delivery
· Great dessert
· Healthy options
· Best brunch
· Creative cuisine
· Indoor Dining
· Great food
· Cheap eats

Posted on , By Farzana Rahmen
2

Food is bellow average...
Terrible delivery service.

Posted on , By Nahid Neayaz Raiyad
4.5

Not bad at all.food is good with atmosfera.

Posted on , By Faisal Bin Abdullah
5

faluda.......was best.......i love it🤩

Posted on , By Shahin Alam Prodhan (স্পষ্টবাদী)
1

aske sultan e giasilam oder dei
chicken chap 2ta er 4ta nan
shomoi rat 8:15.....10tar dik eshe bole
shess
aigula kondhoroner faijlami.

Poor presentation · Slow service

Posted on , By Iftekhar Shad
4.5

Apnader place shundor chilo but table er space gulo boro kora uchit onk khabar order korle rakhtte problem hoi Order korechilam Pizza,Faluda,chicken onion chap,nachos best chilo Just pizza ta valo lage ney r ektu better korle valo hoto motamoti chilo r baki shob 100% - 90%deya jai.
· Fast delivery
· Great food
· Great dessert
· Large menu

Posted on , By MD Toficull Hossain Ashik
4.5

যাত্রাবাড়ী, দনিয়া, ধোলাই পার, শনির আখড়া সহ আশেপাশে কাচ্চিবিরিয়ানি পাওয়া যায় অন্নেক রেস্তোরাঁ, হোটেল, কেফে আছে কিন্তু হাজীনগর, ডেমরায় অবস্থিত @Sultan Food land এর বাশমতি কাচ্চি অনন্য বেস্ট টেস্ট, একজন ফুড রিভিউয়ার হিসেবে টেস্ট রেটিং দিতে হলে আমি একে ১০ এ ৯ দিব অনায়াসে, যারা কাচ্চি লাভার একবার হলেও ট্রাই করবেন আশাবাদী আমি আশাহত হবেন না ( মাস্ট ট্রাই বাশমতি কাচ্চি ) তাদের কোল্ড কফি টাও ভালো রুফটফ এ যে এত মজার কাচ্চি পাওয়া যায় তা আমার কাছে একটি ভালো দিক কারন বেশির ভাগ রুফটফে আহামরি মজার খাবার পাওয়ার যায়না এইটা আমার personal point of view থেকেই বলছি.... ইনশা আল্লাহ আবার যাব সুলতান ফুড ল্যান্ড এ
ধন্যবাদ Arowan ভাই কে Treat দেয়ার জন্য

Posted on , By Robin Sheikh
3.5

একটা Pizza সার্ফ করতে ৪০ মিনিট নিছে
ড্রাই Pizza বানাইছে জুছি থাকার দরকার ছিলো
খাবারের মান ভালো ছিলো না দামের তুলনায়

Posted on , By Faysal Ahmed
5

খুব ভালো মানের ফাস্টফুড +বেকারি আইটেম।
আর খুব খারাপ দিক হলো, বিকাল থেকে রাত ৯টা পযর্ন্ত দাড়ানো যায়গা পাওয়া যায়না!!!!

Posted on , By Raju Ahmed
2

কাচ্চি গুলা অনেক বাজে আজকে ২ পেকেট পার্সেল নেওয়া হইছে অধেক পুড়া

Posted on , By Arafat Hossain
2.5

Day by day, food quality khob baje kortese......chicken puri r vhitore kacha moyda....nam " chicken puri " but khe mone hoy #kacha morich r dhone patar puri. .

Posted on , By Afrin Nor Ab (আরওয়ার আম্মু)
2

খুব বাজে সার্ভিং। ফুড কোয়ালিটি ও তেমন ভালো না।
· Terrible delivery service
· Poor presentation

Posted on , By Rima Khan
5

সুন্দর মনোরম পরিবেশে
মানে সেরা ও বাজেট ফ্রেন্ডলি খাবার সুলতান ফুড ল্যান্ড এ।
খাবারের টেস্ট ও সার্ভিস আলহামদুলিল্লাহ
ভালো ছিলো।

Posted on , By Fatema Haque
3.75

সুলতান এখন "ডেমরায়" Sultan Food Land 😊
.সুলতান এর খাবার সত্যিই অসাধারণ 😌
ডেমরা স্টাফ-কোয়ার্টারেই এই রেস্টুরেন্ট আমি তাদের মাটন কাচ্চি ট্রাই করি যার মূল্য ছিল ২২০ টাকা এর সাথে তাদের একটা সেট মেনু ট্রাই করি যার মধ্যে ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই অনথন আর সুপ ও কোক ওটাও মোটামুটি ভালো ছিল।
কাচ্চি ১০/৮
সেট মেনু ১০/৭.৫
Thank you All...

Posted on , By RAW Blogger Group: Food Bloggers Uttara
4

অনেক ধরনের রেস্টুরেন্টে গিয়েছি..
কিন্তু অমায়িক ব্যবহার কয়টায় পেয়েছি...
বলছিলাম ডেমরার বিখ্যাত Sultan Food Land রেস্টুরেন্টের কথা। আজকে গিয়েছিলাম তাদের কিছু স্পেশাল আইটেম টেস্ট করতে,
মেন্যুতে যা যা ছিলোঃ-
১- Nachos (9/10)
২- Chicken BBQ Wings (7/10)
৩- Potato Wedges (5/10)
৪- Hot Coffee (8/10)
৫- Behaviour (10/10)
একটা মজার ঘটনা শেয়ার করি....
সবকিছুই ভালো ছিলো, কিন্তু Potato Wedges টা খুব একটা ভালো ছিলো না, যেটা হয়তো রেস্টুরেন্টের Owner খেয়াল করেছিলো। তবুও খাওয়া দাওয়া শেষ করলাম কোনোরকমে।
সবশেষে যখন বিল হাতে পেলাম, কিছুটা অবাক-ই হলাম,
দেখলাম যে Potato wedges এর মোট (৬০×৬=৩৬০) টাকা আমাদের মোট বিলে এড করা হয় নি, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এটা টাইপিং মিসটেকের কারনে হয়েছে,
কিন্তু Owner কে বিষয়টা জানানোর পর সে যা বললো তা শুনে সবাই আমরা অবাক...
সে বললো কোনো মিসটেক হয় নি, আসলে Potato wedges টা ভালো হয়নি আমি আগেই বুঝতে পেরেছি, তাই আপনাদের থেকে এটার টাকাও নিবো না। মোটকথায়
উনার ব্যবহার যথেষ্ট অমায়িক ছিলো।
রেস্টুরেন্টের Owner দের এমন সৎ ব্যবহার সত্যি প্রশংসনীয়।

ধন্যবাদ সুলতান ফুড ল্যান্ড ♥

Posted on , By Md Salehin Novo Group: ডেমরার খাওন দাওন
5

Special day with special person ❤️my best fnd 🥰

Posted on , By Farjana Akther Panna (Opsori abonti)
3.75

Sultan food land
সুলতান চিকেন চাউমিন দাম ৮০ টাকা রেটিং ৬.৯ /১০
স্বাদ মটামটি ভালে
হাক্কা নুডলস ৯০ টাকা রেটিং ৭.৯/১০
স্বাদ ভালো।। পরিমান টা একজনের জন্য খুব বেশি

Posted on , By Hasibul Tamjid (Mr Ht) Group: ডেমরার খাওন দাওন
4.5

আসসালামু আলাইকুম,
সবাই দেখি বিভিন্ন খাবার টেস্ট করে গ্রুপে রিভিউ দেয় তাই আমিও রিভিউ দিতে আসলাম।
Sultan Food Land এর আচারি চিকেন খিচুড়ি
দাম - ৫০ টাকা
রেটিং - ৯ / ১০
লোকেশন - হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।
পরিমাণ হিসেবে যথেষ্ট ছিলো। মাঝারি সাইজের ৩/৪ পিস গোশত থাকে এবং আচার থাকে এক পিস। ৫০ টাকা হিসেবে আমার কাছে সেরা খিচুড়ি মনে হয়েছে।

Posted on , By Sabia Saba Group: ডেমরার খাওন দাওন
3.5

নাম হল chicken nachos কিন্তু চিকেন খুঁজে পেতে একটু কষ্টই হয়েছে।
তবে মজাদার একটা খাবার ছিল।।পরিমাণ ও খুবই বেশি।। আবার মিউনিজ ও সস্ এর কারণে একটু বেশি খেলেই কেমন জানি লাগে।।
. Sultan food Land
স্টাফ কোয়ার্টার
দাম ১০০
রেটিং ৭/১০
উনারা বলে একজনের জন্য তবে আমি মনে করি দুইজন খেতে পারেন।।।।

Posted on , By Hasibul Tamjid (Mr Ht) Group: ডেমরার খাওন দাওন
3.5

SULTAN FOODLAND এর জীবনমুখী রিভিউ.........
-----------ডেমরার স্থানীয় খাবারের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ খাবারের প্লাটফর্ম হিসেবে এই গ্রুপের নামডাক থেকেই হুট করে মনে হলো বিগত কয়েক মাসের পর্যবেক্ষণ থেকে Sultan Food Land রেস্টুরেন্টের লাস্ট বার যাওয়া সার্ভিস রিভিউ দেয়া যাক।
সবাই তো ফুড রিভিউ দেয় আমি না-হয় সার্ভিস রিভিউ দেই এবার.......
সুলতান ফুড ল্যান্ডের বেকারি আইটেমের নিয়মিত কাস্টমার হবার সুবাদে তাদের রুফটপ চালু হবার পর থেকে সেখানেও প্রায়শই ডু মারতাম হরহামেশাই। অন্তত
সপ্তাহে ২/১ তো যেতামই।
আস্তে আস্তে এদের নামডাক চারদিকে যেভাবে ছড়াচ্ছিল এইসব দেখে নিজের কাছেও ভাল লাগত। কারণ মানুষ একই সাথে বাজেট ফ্রেন্ডলি খাবার ও ভাল সার্ভিস পাচ্ছে দেখে।
গত কয়েকমাসে তীক্ত ও ভাল অভিজ্ঞতার মুখোমুখি হলেও গত সপ্তাহে তাদের রুফটপের ২জন স্টাফ/ওয়েটারের উদাসীনতা ও পেশাদারিত্ব দেখে রীতিমতো হতবাক হয়েই সিদ্ধান্ত নিয়েছি আর যাব নাহ তাদের রেস্টুরেন্টে।
*****রাত সাড়ে ৮ টার দিকে তাদের রুফটপ গিয়ে দেখলাম মোটামুটি স্বাভাবিক ভীড় ছিল।
একজন ওয়েটারকে ডেকে বললাম যে, ভাই আমি ওই বেঞ্চের সাইড টাতে বসি, টেবিল খালি হলে আমাকে ডাকিয়েন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন খেয়াল করলাম উনি বেশ কয়েকজন কে টেবিল দেখাইয়া দিলেও আমাদের দিকে তেমন ভ্রুক্ষেপ আছে বলে মনে হলো নাহ। এরপর কি আর করা নিজ দায়িত্বে টেবিল খালি হবার জন্য অপেক্ষা করার পর বসলাম।
মূল বিষয় এটা নাহ, এবার আসি মূল বিষয়ে-ঃঃ-ঃঃ-
যাইহোক, এরপর নিজ দায়িত্বে টেবিল পাওয়ার পর বসলাম আমরা ৫ জন।
টেবিলে বসে আছি অথচ মেনু কার্ডের নামগন্ধ নেই অনেকক্ষণ ধরে। অগ্যত নিজেই মেনুকার্ড চেয়ে নিয়ে ৫ টা মাটন দম বিরিয়ানি অর্ডার করলাম।
১ম ওয়েটার নাম মনে নাই মুখে ফ্রেঞ্চকাট দাড়ি ছিল উনি এসে বলল, মাটন দম বিরিয়ানি এখন হবে নাহ আর হলেও প্রায় ৪০/৪৫ মিনিট টাইম লাগতে পারে কিংবা আরো বেশি। উনি হাইলি রেকমন্ডিশন করে বললেন যে, এটা অর্ডার না দেওয়ার জন্য।
আমার কাছে বিষয় টা অদ্ভুত মনে হলে, সাথে সাথে ক্যাশ কাউন্টারে গিয়ে মাটন দম বিরিয়ানির কথা জিজ্ঞাসা করায় উনারা উত্তর দিল যে, ৩০/৩৫ মিনিটের মধ্যেই এটা টেবিলে সার্ভ করা সম্ভব।
আমি পুনরায় টেবিলে এসে, অন্য এক ওয়েটারকে ফাইনালি খাবার অর্ডার দিয়ে, খাবারের অপেক্ষায় বসে বসে প্রহর গুনছিলাম।
২য় যে ওয়েটার যিনি ছিলেন মুখে ক্লিন শেভড,
মূলত সেই অর্ডার লিখে নিয়েছিল।
এরপর আমি পানি ও টিস্যু চাইলাম উনার কাছে।
সে বলল, এখুনি দিয়ে যাচ্ছি।
মজার বিষয় হলো, বেশ কয়েকবার উনার দৃষ্টি আকর্ষণ করার পরে উনি পানি, প্লাস্টিকের গ্লাস ও টিস্যু প্রায় ৪০ মিনিট পরে দিয়েছিল।
অপেক্ষায় প্রায় ৪০ মিনিট পার হয়ে গেলও খাবার আসেনি।
আমরা তেমন কিছুই মনে করিনি কারণ দেরি হতেই পারে। কিন্তু ২য় ওয়েটারকে আর কতক্ষণ লাগবে এটা জিজ্ঞাসা করতেই উনি ২ মিনিট/১ মিনিট /৫ মিনিট /৬ মিনিট এমন করে করে টোটাল প্রায় ১ ঘন্টা পর খাবার নিয়ে এলো।
আমি সাথে সাথে বললাম সম্ভব হইলে সালাদের সাথে লেবু ও কাচামরিচ দেওয়ার জন্য। ২য় ওয়েটার বলল, উনি এখুনি নিয়ে আসতেছে।
মাটন দম বিরিয়ানি খাওয়া সবার ই শেষ, এই মুহুর্তে উনি নিজে না এসে কিচেনের একটা কিশোর ছেলেকে দিয়ে ১৫/২০ মিনিট পরে লেবু পাঠাইলেন।
এরপর আমি সেই লেবু আর মরিচ ফেরত পাঠালাম আর সোজা কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম মালিক আঙ্কেল কোথায়। সরাসরি চাচ্ছিলাম উনার কাছে অভিযোগ দিতে। রেস্টুরেন্টের মালিক কে কল দিলাম কিন্তু লাইনে পাইনি।
কাউন্টারের লোক জিজ্ঞাসা করল কেন, কি হইছে?
আমি তাদের এরপর তাদের ওয়েটারদের সার্ভিসের বিষয়গুলো ধারাবাহিক ভাবে বললাম।
১. শুরুরদিকে টেবিল একটার পর একটা খালি হলেও অনান্য ওয়েটিং গেস্টদের বসার ব্যবস্থা করলেও আমাদের সম্পূর্ণ উপেক্ষা করতেছিল।
২. টেবিলে খাবার অর্ডার পর সাথে সাথে এবং পরবর্তীতে পানি,প্লাস্টিকের গ্লাস ও টিস্যু চাইলেও সেটা তারা দিয়েছে প্রায় ৪০ মিনিট পর।
৩. সালাদে লেবু চাইলাম সেটা তারা দিল খাবারের শেষে।
**** আমরা যখন ছিলাম, খুব যে একটা ভীড় ছিল তা নয়।
আসার সময় সেই ওয়েটার ২জনকে উদ্দেশ্য করে বলে আসলাম যে, যারা খাবারের পর টিপস বেশি দিবে এমন গেস্ট দের টার্গেট না করে ভাল সার্ভিস এর দিকে মনোযোগ দেন।
তবেই হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং সার্ভিস সেক্টরে উন্নতি করতে পারবেন।
অর্ডারকৃত মেনু--- মাটন দম বিরিয়ানি।
দাম---- ১৮০ টাকা প্রতি হাড়ি।
টেস্ট-ঃ ৮/১০
পরিবেশ --- ৬/১০
সার্ভিস--- ০.০১/১০

Posted on , By MD Mohazzim Bhuiyan (Invisible Man) Group: ডেমরার খাওন দাওন
4.5

গতকাল টোটাল ১২ জন ভাই ব্রাদার গেসিলাম সুলতান ফুড ল্যান্ড এ । উনাদের ২৩০ টাকার ইফতার প্লাটার টা নেই আমরা ।
এতে ছিল বীফ দম বিরিয়ানি , ২ পিস মরিয়ম খেজুর, এক টুকরা অ্যাপল সাথে ২ পিচ আঙ্গুর। বেগুনি, আলুর চপ ,পিয়াজু , ডিম চপ ,পাকোড়া ,জিলাপি ১ পিচ করে সাথে ২ পিচ সশা আর এক পিচ স্লাইস টমেটো। পানি ছিল পাস্টিক এর কাপে এক কাপ পানি ও ওই কাপেই তরমুজের শরবত।
কেমন ছিল ?
আমার যেমন লাগসে । খেজুর , বেগুনি , আলুর চপ পাকোড়া জিলাপি নরমাল ।
তবে পীয়াজু আর ডিম চপ টা ভালো ছিল ।
দম বিরিয়ানি টা আমাদের টেবিল এ আসে ৬.১৪ তে মনে ইফতারির ৭ মিন আগে । কিন্তু খাবার টা প্রয়োজন থেকে যথেষ্ট ঠান্ডা ছিল। হয়তো আগে থেকে রেডী করে রাখা ছিল। ওভেন করলে ভালো হইতো। এতে যে গরুর টুকরা ২ পিস পাইসি কিন্তু বলবো না আহামরি অনেক বড় ছিল। এক পিচ সলিড মাংস আরেক পিচ হাড় । বুজলাম নরমাল এইটা কিন্তু সলিড পিচ প্রমাণ সাইজ থেকে অনেক টা ছোট মনে হইসে আমার কাছে । রাইস টা কিছু টা ঠান্ডা থাকায় প্রথম বারের সাধ টা পাই নাই হয়তো রোজা মুখে ছিলাম তাই।
তবে যেটা একটু অন্য রকম লাগসে ফ্রেশ ফ্রুটস যেভাবে লেখা আসে ঐভাবে টা পাই নাই । শুধু এক পিচ আপেল ছোট করে সাথে দুই টুকরা আঙ্গুর এর বেশি না । আমার মতে ফল দেয়া যদি একটু কঠিন হয় তাহলে এইটা বাদ দিলে ভালো কারণ দেখতে একটু দৃষ্টি কটু লাগে ।
আর তরমুজের শরবত টা খুবই ভালো ছিল 👍👋
আর খাবার পানি টা এইভাবে প্লাস্টিক কাপ এ না দিয়ে একটা করে ১৫ টাকা প্রাইস এর বোতল দিলে সব থেকে ভালো হতো। কারণ ইফতারে তে পানি সব থেকে প্রয়োজনীয় বস্তু।
সব মিলিয়ে প্রাইস অনুযায়ী আমি বলবো না খারাপ ছিল। আমি আমার টা বললাম কারো সাথে নাও মিলতে পারে ধন্যবাদ।

Posted on , By Tanvir Yusuf Group: ডেমরার খাওন দাওন
3.75

কি খাইলাম?
১. চিকেন অনিয়ন চাপ
The best Chicken Chap I tried till date. পরিমান যথেষ্ট ভালো ছিল, একজনের জন্য বেস্ট। You should definitely try this one। সাথে বাটার নান নিয়েছিলাম। নান-টাও পারফেক্ট ছিল। অনেক সফট।
-Rating:. 8.5/10
-Price: 140
Butter Nun- 30
২. Chicken BBQ Pizza (9")
I didn’t like the pizza that much. It could have been better. আরেকটু সফট হলে ভালো লাগতো আমার কাছে।
Rating: 6/10
Price: 370
৩. ড্রিংকস হিসেবে নিয়েছিলাম 'লেমন মিন্ট'! ভালো লেগেছিল।
Rating: 8/10
Price: 50
Overall, তাদের সার্ভিস যথেষ্ট ভালো। তবে 'চিকেন চাপ' আসতে অনেকটা দেরি হয়েছিল। কারন হিসেবে বলেছিল, গ্যাস শেষ হয়ে গিয়েছে! But I liked the way they handled it.
Place: Sultan Food Land
Location: Opposite to Haji Moyajjem Ali School, Demra.

Posted on , By Shakil Mahmud (শাকিল) Group: ডেমরার খাওন দাওন
4.5

Sultan Food Land এর খাবার জাস্ট অস্থির এবং দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো।।
চুপি চুপি একটা টিপস দিয়ে যাবো??
কারো যদি কোনো ট্রিট টাইপ কিছু নিজের পকেট থেকে দেয়া লাগে তাহলে সুলতান ফুডল্যান্ড এ চলে যান।
সেখানে দাম অনুযায়ী অনেক ভালো মানের খাবার পেট ভরে খেতে পারবেন😍
মাটন কাচ্চি ২০০ টাকা প্লেট, মাংস দুই টুকরা,আলু এক টুকরা সাথে একটা কাবাব আমার মতে ২০০ টাকায় অনেক।
টেস্ট ১০/৯ আমার মতে
স্পাইসি মমোস ৬ পিস ১৫০ টাকা, অবিশ্বাস্য না?😍
টেস্ট ১০/১০ ( টেস্টের ধরন বুঝে একেক জনের একেক রকম লাগতে পারে)
দোসা টা আমার কাছে ভালো লাগে নাই একদম ই।।নিচ থেকে উপরে আনতে আনতে ঠান্ডা এবং শক্ত হয়ে গিয়েছে।। তবে মাংসের কারি, ডাল,ভাজি,দই বাকি গুলো এভারেজ।
পিজ্জার দাম ১২" ৩৮০ টাকা,, টেস্ট ১০/৮
খেতে ভালোই লেগেছে তবে আর একটু টেস্টি হতে পারতো মেক্সিকান পিজ্জা টা

Posted on , By নুসরাত ফারজানা Group: ডেমরার খাওন দাওন
5

হাতের কাছে ও সাধ্যের মধ্যে #sultanfoodland একটা দারুন রেষ্টুরেন্ট, যেখানে নিম্ন হতে উচ্চ শ্রেনীর সব ধরনের লোকের চাহিদা পূরন করা যায়।আর অল্প স্পেসের মধ্যে ওরা দারুণ সাজিয়েছে,।
এবার আসি খাবারে।আমি চাউমিন টা অনেক লাইক করি যেখানে যাই আগে চাউমিন অর্ডার করি,নতুন অবস্থায় সুলতানের চাউমিন গুলার পরিমাণ যেমন বেশি ছিলো তেমন তাদের ডেকোরেশন খুব ভালো ছিলো।কিন্তু এখন চাউমিনের চো খুজতে কষ্ট হয়।আগের মতো স্বাদ তো নাই তার মধ্যে নাই মাশরুম নাই পরিমাণ মতো চিকেন তাদের মন গরা চাউমিন বললে চলে।
আর নাচস টা তে আমি ১০/১০ দিবো,অল্প টাকায় খুবই টেষ্টি ছিলো।আশা করি কর্তৃপক্ষ দেখবেন।
চাউমিন ১০/৬ দাম ৯০ টাকা
ন্যাচস ১০/১০ দাম ১০০ টাকা
লাচ্ছি ১০/৮ দাম ৮০ টাক

Posted on , By ফাইজার আম্মু (Pori) Group: ডেমরার খাওন দাওন
2.25

গ্রুপের সকলের পোস্ট দেখে কাল গেলাম sultan foodland এ। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর 2 জন waiter কে বলার পর টেবিল খালি হওয়ার পর ডাক দিল। যাওয়ার পর 2 বার ই বললো এখানে বসা যাবে না, এটা অন্য কারো জন্য রাখা। আরো কিছুক্ষন অপেক্ষা করে বসে থাকতে পারছিলাম না মশার কামড়ে। 2 বাচ্চা নিয়ে তাই নিচে চলে যায় টেবিল পেয়ে বসি। থাই স্যুপ 2 টা অর্ডার করি। 2 টা সেট মেনু,nachos, chawmein,momo,। Waiter অনেকক্ষণ পর ঠাণ্ডা স্যুপ নিয়ে এসে বলে শুধু সেট মেনু হবে আর কিছুই নেই। স্যুপ টা গরম করার কথা বললে নিতে যায় আর বলি তাহলে সেট মেনু দিতে ।তো কিছুক্ষন পর এসে বলে সেট মেনু ও নেই। আমি বললাম তাহলে কি আছে বলেন সেটা অর্ডার করি। উনাদের কালকের আইটেম ছিল মোরগ পোলাউ,আর বললো burger ছাড়া আর কিছুই নেই। স্যুপ ও গরম করতে দিয়ে ভুলে গেছে। যায় হোক 2 টা স্যুপ ও 1 টা সেট মেনু পাই। টেবিল এ কোনো সস ছিল না, টিস্যু ছিল না। বলার পর একটা সস এর বোতল এনে দেয় কিন্তু নেয়ার আগেই আবার নিয়ে চলে যায়। নিচের অবস্থা খুবই বাজে ছিল। ধুলাবালি ভরা আর মশা ভরা । এরকম টা একেবারই আশা করিনি। উনারা যখন খাবার সার্ভ করতে পারবেন না তাহলে খুলে রেখেছেন কেনো বুঝলাম না। স্যুপ এর প্রাইস 60 লেখা থাকলেও নিয়েছে 70
এবার খাবারের কথায় আসি। থাই স্যুপ টা ভালো ছিল ।স্যুপ এ চিকেন মাশরুম যথেষ্ট ছিল।
প্রাইস:70(যদিও মেনু তে 60 লেখা ছিল)
রেটিং:8/10
Thai fried chicken set menue
ফ্রাইড রাইস খুব বাজে ছিল। এটা smell আসছিল কেমন, চিকেন ফ্রাই খুব ছোট আর ঠিক মত ভাজা হয় নি, ভেজিটেবল টা দারুন ছিল।
প্রাইস: 120
রেটিং : 4/10
সার্ভিং:1/10
Environment:5/10
শেষ পর্যন্ত মনে হয়েছে 290 টাকায় street food ও এর চেয়ে ভালো হতো। গ্রুপ এ এত পেইড রিভিউ আশা করিনি।😥

Posted on , By Rima Khan Group: ডেমরার খাওন দাওন
4.75

শীতের সন্ধায় সুলতানের
এক অসাধারন সি ফুড try করলাম।
Dish name: kalamari (seafood-squid).
Location. : Sultan Food Land.
Price : 200tk
Rating : 9/10.
Service : 8/10.
Delicious😚❤️

Posted on , By Abdur Rahman Jewel Group: ডেমরার খাওন দাওন
3.25

Sultan Food Land এর স্কুল বার্গার
দামঃ ৪০ টাকা ১পিস।
এর বান টা সফট। আর টেস্ট টা ভালো লেগেছে।
আমরা যখন যাই তখন বিদ্যুৎ ছিলো না তাই কয়েকটা গরম পেয়েছি আর কয়েকটা বার্গার ঠাণ্ডা পেয়েছিলাম। আমরা ২০ টা অর্ডার করেছিলাম ৩৫-৪০ মিনিট লেগেছে দিতে।
বার্গার ঠাণ্ডা হওয়ার জন্য Owner অনুতপ্ত হয়েছে।✌
৪০ টাকা অনুযায়ী পরিমানে খারাপ না😇
রেটিংঃ ৬.৫/১০
গরম টা না পাওয়ার জন্য রেটিং কম দিলাম।
লোকেশনঃ সুলতান ফুড ল্যান্ড, হাজীনগর,ডেমরা

Posted on , By Tahmid Rahman (নির্বাক) Group: ডেমরার খাওন দাওন
5

Valo chilo....
Sultan Food land rooftop
And Nirzohor cafe 2 tai best
Yummy😊

Posted on , By MD Toficull Hossain Ashik
4.5

Hlw foodie peoples♥️
Sultan Food Land ♥️ প্রসঙ্গ যখন কেক এর তখন সুলতানের কেক মানেই আমার কাছে বেস্ট 🥰। আমার জানামতে যে একবার সুলতানের কেক খেয়েছে সে কখনো বাজে রিভিউ দিতে পারবে না। কম দামে বেস্ট কেক সাপ্লাই করে তারা।
কেক ঃ৩৫০ টাকা। রেটিং ১০/১০
সেট মেনু ১৪০ টাকা নিয়েছিল মেবি। টেস্ট এভারেজ💜
দোসা 🥰 দাম ১৫০ টাকা। এটা তারা ভালই বানায়। খুব ভাল লেগেছিলো ♥️
সুলতান ফুড লেন্ড আমার সবসময়ি পছন্দের তালিকায়। কিন্তু একটা জিনিস আমার খুব বলার ইচ্ছা সেটা হচ্ছে তারা কেন ফুড পান্ডা বা হোম ডেলিভারি দেয় না!! 🙂 এটা খুব জরুরি। এত পরিচিত একটা রেস্টুরেন্টএ ফুড পান্ডায় অরডার করা যায় না এটা ভাবতেই কস্ট লাগে😔। অতি দ্রুত এই সেবা চালু করার দাবি জানাই😝
Location : Hajinogor, Staf qtr, demra.

Posted on , By Maya Noor Group: ডেমরার খাওন দাওন
4.5

সুলতান ফুডল্যান্ড
হাজী নগর। স্টাফ কোয়ার্টার
দোসা ১৫০/-
ছোলা বাটুরে ১৫০/-
স্পাইসি মাশরুম ১০০/-
সেট মিল ২৯০/-
কফি ৫০/-
আজকের অভিজ্ঞতা একটু ভিন্ন।
খাবারের মান ও স্বাদ দাম অনুযায়ী অনেক ভালো।
কিন্তু, সার্ভিস একটু বেশি পুওর ও স্লো ছিলো।
( সুলতান কে ইদানীং সাধ্যের মধ্যে ইচ্ছে পুরনের যায়গা মনে হচ্ছে, কারন এই দামে এই মানের খাবার সত্যি ই প্রশংসার দাবিদার)
সার্ভিস রেটিং ০৫/১০
খাবারের কোয়ালিটি ০৯/১০

Posted on , By Saif Sollu Group: ডেমরার খাওন দাওন
4.5

আজকে চলে আসলাম ডেমরা স্টাফ কোয়ার্টারের বুকে গড়ে ওঠা সুলতান রুফটপ রেষ্টুরান্ট।
আজকে আমি ট্রাই করলাম তাদের ফিশ লাভার প্যাকেজটা।
আলহামদুলিল্লাহ মাত্র ২৯০ টাকায় এত সুন্দর প্যাকেজ ,,,,,,,,,,,,,,,,,,,,
১! ফ্রাইড রাইস ।
২! চাইনিজ ভেজিটেবল ।
৩! বারবিকিউ চিকেন ২ পিস ।
৪! কোরাল মাছ ফ্রাই ।
৫! ও স্পেশাল লেমন মিন্ট ।
রেটিং: ১০/৯.৫ 👍❤️❤️👍
ফুড কুয়ালিটি আপনারা ট্রাই করা পর্যন্ত বিশ্বাস করবেন না।

Posted on , By Babu Hasan (Roni) Group: ডেমরার খাওন দাওন
3.5

Sultan Food Land এর মাটন কাচ্চি!
প্রাইসঃ ২২০ টাকা
বেশ কিছুদিন ধরেই সুলতানের কাচ্চি খাওয়ার ইচ্ছা ছিল। আজ কিছুটা সময় বের করে চলে যাই সুলতানের কাচ্চি খেতে। কাচ্চি দেখতে বেশ সুস্বাদু লাগছিলো কিন্তু কাচ্চির স্বাদ প্রত্যাশা অনুযায়ী ভালো ছিল না।
প্রথমত, কাচ্চির আলুর সাইজ ছিল কিছুটা অদ্ভুত, কাচ্চির আলুর সাইজ সাধারণত এমন হয় না, তারউপর আলুর স্বাদ ছিল মিষ্টি আলুর মতো।
দ্বিতীয়ত, অর্ডার করেছিলাম দুইটা কাচ্চি অথচ সালাদ দিয়েছে একজনের পরিমানের চেয়েও কম। কাচাঁ মরিচ ছিল না আর পেয়াজ নাম মাত্রই ছিল। শশা ছিল কাগজের মতো পাতলা। যেই দক্ষ হাত এত সুক্ষ্ণভাবে শশাগুলো কেটেছে সে বাহবা পাওয়ার যোগ্য।
তৃতীয়ত, দুই পিস মাংসের একটার প্রায় পুরোটা ছিল চর্বি আরেকটা ছিল হাড়।
রাইস কিছুটা শুকনো এবং ঝরঝরা ছিল সেটা নিয়ে খুব একটা অভিযোগ করার জায়গা নেই। তবে কাচ্চিটি সুলতানের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ভবিষ্যতে আরো ভালো কাচ্চি পাব এটাই প্রত্যাশা।
রেটিংঃ ৬.৫/১০

Posted on , By Faruk Sabbir Group: ডেমরার খাওন দাওন
4

Kacchi kaar nah valo lage
Sultan food land er kacchi ta dam onujayi khub e maansommoto♥️
*Rating = 8/10
*Price = 220
*Location = Hazinogor Istaf quatar, demra,
*Sultan Food Land*
**Staf der behaviour khub e valo **♥️♥️

Posted on , By Sheikh Ridoy (Ridoy) Group: ডেমরার খাওন দাওন
4

Sultan Food Land set menu
Item:-(fried rice + spicy chicken + vegetable )
New offer Price: 110 (2pm-3pm)
অফারটি শুধু দুপুর ২-৩ টা পর্যন্ত
সুলতানের খাবার বরাবরের মতোই সুস্বাদু। খাবারের মান এবং দামের বিবেচনায় সুলতান অন্যদের চেয়ে এগিয়ে।
Rating:8/10

Posted on , By Farjana Khan Ratry Group: ডেমরার খাওন দাওন
1

নেগেটিভ রিভিও। sultan food land
এগুলা নাকি মাটন বিরিয়ানি 🤣🤣🤣🤣🤣 তেলে চুব চুব রাইস।জঘন্য খাবার+সেবার মান জঘন্যতম নিম্ন।রাইসে তেলে ভরপুর,মাটন পিস তেলের টুকরো।আমার অন্যতম বাজে এক অভিজ্ঞতা।
মুল্যঃ যেহেতু মাটন বিরিয়ানি ১৮০ টাকা ঠিকি ছিল।যদি খাবার ভালো হইত
লোকেশনঃ demra,staff quarter.
সেবার মানঃ ১০এর ভিতর ০.১
খাবারের মানঃএগুলা খাবার ছিলনা।০০
আশা করি এপ্রুভ হবে

Posted on , By Sajibur Rahman (Rony) Group: ডেমরার খাওন দাওন
4

Sultan food land er kichu khabar dabar
* Fried chicken, ta motamoti valoi tasty chilo (180৳) (Rating-8/10)
*Momo tao sussadhu chilo, (6 piece 100৳) (Rating 8/10)
*Nachos ta khub e valo lagse (100৳).(Rating 9/10)
* Lemon Mint average (50৳) (rating 7/10)
**Location - Hazinogor Istaf quatar, demra.**
***Restaurant name - "Sultan Food Land"**

Posted on , By Alamin Hossin (পিচ্চির জামাই) Group: ডেমরার খাওন দাওন
4.5

ফ্যামিলি হোক অথবা রাজনৈতিক হোক সবগুলা প্রোগ্রামে আমার সুলতানের কেক দিয়েই চলে।
ওদের কেকের কোন জুরি নাই
খেতে আসলেই অনেক অসাধারণ।যারা এখনো খান নাই তারা অনেক বড় মিস করেছেন অবশ্যই ট্রাই করবেন।
আমাদের ডেমরা এরিয়াতে সবথেকে বেস্ট কেক।
sultan food land
লোকেশন- হাজি মোয়াজ্জেম স্কুলের বিপরীত পাশে, স্টাফ কোয়ার্টার, ডেমরা।
৩৫০ থেকে ১২০০ টাকা পযন্ত পাউন্ড আছে।
রেটিং ৯/১০

Posted on , By Fariya Masum (🤡Munni🤡) Group: ডেমরার খাওন দাওন
2.5

Hajinagar er sultan food land er rooftop e kacchi aar nachos try korlam...
Kacchi theke onek mustered oil er flavour ashe jeta amar personally bhalo lage na... Even price o beshi.(220 tk)
Rating: 4/10
Nachos e maybe tara count kore chicken piece dey... Jetar quantity khub e kom chilo, 100 takay erokom nachos expect kora jay na but taste motamuti, kharap chilo na
Rating: 5/10
But sultan er nicher floor e service khub e baje... Waiter ra free thakleo kauke patta dey na, onekbar gesi tai experience theke bollam.

Posted on , By Saidul Islam Abir Group: ডেমরার খাওন দাওন
4.5

ভুনা খিচুড়ি আমার একটু বেশিই প্রিয়❤️ সাথে যদি থাকে আবার টক আচার তাহলে তো কথাই নাই 😋😋50 টাকায় আবার 4 টুকরো গোশতও পেয়েছি। বাহ এই খাবার কি মিস করা যায় 😋খুব টেস্ট ছিল
আচারি চিকেন খিচুড়ি
রেটিং :9/10
দাম :50
লোকেশন :হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।
সুলতান ফুড ল্যান্ডে ফার্স্ট টাইম যাওয়া।আরো অন্য কিছু ট্রাই করতে চাইছিলাম। কিন্তু দুপুরে যাওয়ায় তেমন কিছু পাই নি। তবে নেক্সট টাইম অবশ্যই যেতে হবে 😬

Posted on , By Odhora Islam Mijhbi Group: ডেমরার খাওন দাওন
5

Assalamualaikum 🤩
Beautiful and Tasty cake from sultan food land😊
Price was 700 bdt
Cake ta onek soft and tasty chilo..mukhe ditei mishe jacchilo vanila flavour er ei cake🥰🤩
Sotti Sultan er cake just awesome...
Reasonable price e demrar moddhe sultan best🥰.
2 pound er cake 700 tk diye niyechi.
Rating 10/10
Location Sultan Food land. Hajinogor.

Posted on , By Maya Noor Group: ডেমরার খাওন দাওন
3.5

সুলতান ফুড ল্যান্ড এ গিয়েছিলাম আজকে। গিয়ে দেখি কিমাপুরি আছে। ব্যাস যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। খাবারের টেস্ট খারাপ নয়, প্রশংসা যোগ্য। সাথে চিকেন রোল টাকেও নিয়ে নিলাম।
দাম: চিকেন রোল 30 টাকা
কিমাপুরী: 35 টাকা
রেটিং: 7/10
Location: sultan food land. Hazinagar, (হাজী মোয়াজ্জেম আলী আদর্শ হাই স্কুল এর opposite এ।

Posted on , By Niloy Rana (Prince) Group: ডেমরার খাওন দাওন
4

I ordered two combo package 🤙 and this one এটা ছোট শর্মা টাইপ কিছু
আমার কাছে প্রাইজ অনুযায়ী খাবারের মান বেশ ভাল লাগছে এবং তাদের ব্যবহার খুব ভাল।
নিজের এলাকায় এর চেয়ে কে কি আশা করে আমি জানি না
বি.দ্রঃ খাবার সার্বের সময়টা বেশি নেয়।
তবে সময় লাগ্লেও পরিবেশে বাচ্চা নিয়ে গেলে সময়টা কেটেই যায়।
১. থাই সুপ+অনথন+চাইনিজ প্ল্যাটার+কোক(১৯৯টাকা) - টেস্টঃ 10/8
২.বার্গার কোম্বো(১৪০) ওয়েজেছ টা বেশি একটা মজা না।
৩. চিকেন বাও (৫০টাকা)
Place: sultan food land #foodreview
স্টাফ কোয়ার্টার, হাজি মোয়াজ্জেম স্কুলের বিপরীতে।

Posted on , By Sonia Soni Group: ডেমরার খাওন দাওন
3.75

বাসায় বসে বসে বিরক্ত হতে ছিলাম... তাই বিকেলে ছোট বোনকে নিয়ে চলে গেলাম sultan food land a..
অনেক দিন ধরে ডোসা খেতে ইচ্ছে করতে ছিলো,, তাই একটা ডোসা আর দুটো চিকেন ললি অর্ডার করলাম..
এইবার টেস্টের কথায় আসি....🥱
Chicken Dosa🍱: প্রাটার টায় ছিল,, ডোসা,, চিকেন কারি🍲🍗,, ডাল কারি🥘,, দই,,..এর আগে একবার খেয়ে ছিলাম..তখন সাথে একটা সবজি কারি ছিল.. বাট এইবার তা পাইনি😑..যাই হোক,, ডোসাটা ভালোই মচমচে ছিল..তাদের ডালের কারিটা আমার কাছে বেশি ভালো লেগেছে.. 👌 চিকেন কারিটাও মোটামুটি ভালো ছিল...
Price : 120 tk...
Rating : 10\8
Chicken loli pop🍖: ললিপপ টার মধ্যে চিকেনের থেকে বেডগ্রামের কোডিং টা বেশি ছিল.. 😑
Price: per pice 30 tk....
Rating : 10\6.5
Location : sultan food land.. Haji moyazim School ar samnay.. ❣️

Posted on , By Sadia Nusrat (শেরনি) Group: ডেমরার খাওন দাওন
3.5

Chocolate milkshake
Place : Sultan food land
Location : Hajinagar, Demra
Price :100
Rating : 7/10
দাম অনুযায়ী স্বাদ তেমন ভালো লাগেনি
তাদের সার্ভিসও আগের থেকে খারাপ হয়েছে

Posted on , By Amena Akter Liza Group: ডেমরার খাওন দাওন
4

BBQ pizza 12" = 400
Chicken Dosa = 150
*Pizzar Taste ta average chilo bt dam onujayi kharap nah.
* Dosha ta ektu beshi valo lagsilo
*Rating*
BBQ Pizz. 7/10
Chicken Dosa. 9/10
Location = Sultan Food land, Hazinogor, Istaf quatar,demra

Posted on , By Sheikh Ridoy (Ridoy) Group: ডেমরার খাওন দাওন
3.25

Sultaner barger
😐😐😐😐😐
Sultan er onnanno khabarer ceye tulona mulok kom maner.onnanno khabar jmn Thei soup best lage amar kase.shei tulonay ektu kom. average.karon mayo ar jhaal er combination ta valo lage nai personally. Jodio man to man vary kore.
Personal rating 6.5 /10😃
Dam :100 taka 😅
Sultan Food land 🥰
Haji moajjem ali school😇

Posted on , By Abu Sufian (Vai xaan) Group: ডেমরার খাওন দাওন
4.5

গিয়েছিলাম ডেমরা হাজী-নগর (Sultan Food Land)
তাদের খাবার + সার্ভিস দু'টোই বেশ ভালোই ছিলো ❤️
নিয়েছিলাম কাচ্চি,লেমন মিন্ট &বেবি কেক...
স্বাদে অনন্য, ছিল তৃপ্তির ঢেঁকুর
ইচ্ছে ছিলো বাহিরের পরিবেশে বসে খাওয়ার😋 কিন্তু জায়গা পেলাম না. পরে হল রুমে বসে খেতে হলো..
স্বাদ,মান ও পরিবেশনে রুচিশীলতার পরিচয় মেলে..কাচ্চির টেস্ট আর মান ভালো ছিল..
সার্ভিস ও ভালো ছিল..(নিহা আপুর)
দাম:২২০টাকা
Kacci rating=9/10
দাম:৫০টাকা
Lemon minit=8/10
দাম:৮০টাকা
Cake rating=8.5/10

Posted on , By Mahi Mahmud Group: ডেমরার খাওন দাওন
4.25

Sultan food land
ওদের কফিটা অসাধারণ, ডেমরা এরিয়াতে এরকম ডেকোরেট খুব কম দেখেছি।
দাম অনুযায়ী ভালোই চলে এখানে মোটামুটি এরিয়া ভিত্তিক যা বুঝা যায় সবকিছু থেকে একটু ভাবনা চিন্তা করলে কফিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে।
দাম- ৫০
১০/৮.৫

Posted on , By Fariya Masum (🤡Munni🤡) Group: ডেমরার খাওন দাওন
image